গীতা llb আজকের পর্ব
![]() |
গীতা llb আজকের পর্ব ২৭ এপ্রিল |
অধ্যায় পড়শিকে ভাত কাপড় দেওয়ার সময় গীতা ঘোমটা দিয়ে আসলে অর্ধে গীতাকে পরিষেবা ভেবে ভাত কাপড় দিতে গেলে তখনই গীতা ঘোমটা খুলে অধ্যায়কে থাপ্পড় মারে আর মাথায় বন্দুক ধরে বলে তুই আমার বাড়ির সদস্য বনি মুখার্জিকে হাত করেছি। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এই বলে বড়বাবুকে দিয়ে অধ্যায়কে থানায় ধরে নিয়ে যায়। ওদিকে পরিসীমা থেকে বলে গীতা আমায় যেভাবে অধ্যায়ের বন্ধুদের হাত থেকে বাঁচিয়েছে৷ ওর প্রতি আমি কৃতজ্ঞ। আচ্ছা তুমি সেই মেয়ে কত?
হাতে শাঁখা পলা সিঁথিতে সিঁদুর নিয়ে জানি এ সব কথা বলা ঠিক হচ্ছে না। পদ্মা একে তো ওরা জেলে ধরে নিয়ে গেছে। আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে গেল। আমি এখানে থাকব না। আমি এখান থেকে চলে যাব এই বলে পুলিশি চলে যাওয়ার সময় পড়ে যেতে গেলে স্বস্তিকে সে ধরে নেয়। এরপর পুলিশি বলে আপনি গীতার বন্যা এই পারফিউমের গন্ধটা আমার খুব চেনা সেই পারফিউম ব্যবহার করত আমি এই কথাটা বলছি বলে কিছু ভাববে না সেই মুহূর্তেই গীতা এসে বলে কেউ কিছু ভাবিনি আজকে তোমার ভাত কাপড়, ভাত কাপড় তো দিতে পারব না।তোমার জন্য পঞ্চব্যঞ্জনের আয়োজন করেছি। পরিচয় বলে আমার এগুলো চাইনা। দু বেলা দু মুঠো খেতে দিচ্ছেন এটাই অনেক। আর আমি এখানে থাকব না। আমাকে বাড়িতে দিয়ে আসুন গীতা বলে আধা সেনার পাওয়ার অনেক যে কোনও মুহূর্তে ওর ভাইকে বের করে এনে আপনাদের বাড়ি যেতে পারে৷ তাই যতক্ষণ না মিনুর কেসের সুরাহা হচ্ছে তত দিন পর্যন্ত আপনি এখানেই থাকবেন, তার পরপরই সেখান থেকে চলে গেলে গীতা স্বস্তিকে বলে আপনি ঠিক কতটা কাছাকাছি গিয়েছিলেন যেও আপনার পারফিউমের গন্ধটা চেনে স্বস্তিক বলে আসলে একদিন জিনিস দিতে গিয়েছিলাম।তখনই গীতার ড্রয়ার থেকে কার্ড বের করে বলে এটা এটাতে তো খুব যত্ন করে লেখা ছিল। ভালোবাসার প্রথম চিঠি ও যদি আপনাকে ভালোবাসে তাহলে সেটা আমি মেনে নিতে পারব। কিন্তু আপনি যদি ওঁকে ভালবাসেন সেটা আমি মেনে নিতে পারব না। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বড়বাবু আধা একে দোষী সাব্যস্ত করলে অধরা বড়বাবুকে থ্রেট করে কথা শোনায়। তবুও বড়বাবু বলে উনি মিতু হত্যা মামলার সাথে জড়িত পাশ থেকে উদ্ধার বাড়ির লোকজন বলে আগে সেটা প্রমাণ হোক তারপর বলবেন৷।
Tag: গীতা llb আজকের পর্ব ২৭ এপ্রিল, গীতা llb সিরিয়াল আজকের পর্ব, গীতা llb আজকের পর্ব ফুল এপিসোড, gita llb today episode, gita llb ajker porbo, bd story